
গত ২৪ জানুয়ারী ২০২০ইং শুক্রবার সকাল ১১টায় নগরীর বাকলিয়া কালামিয়া বাজারস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাকলিয়া থানার সভাপতি রাসেল দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ ও প্রভাষক ক্লিনটন আচার্য্য এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ ও নির্বাচিত কার্যকরী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রী জহরলাল চক্রবর্তী, পন্ডিত হরিনারায়ণ ভট্টাচার্য্য ও কৃষ্ণপদ আচার্য্য। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শ্রী তপন চক্রবর্তী, প্রধান বক্তা এড যীশুকৃষ্ণ রক্ষিত ও সম্মানিত অতিথি চন্দন চক্রবর্তী, রুপন মহাজন, প্রকৌ. এন আর হোড়, উত্তম চক্রবর্তী, কাঞ্চন আচার্য্য, কেশব দাশ, উজ্জ্বল বিশ্বাস, এড রসিক লাল বৈদ্য, সাধক বাবুল দাশ, সজল মজুমদার, সুমন কর্মকার, এড শ্যামলী চৌধুরী, ডাঃ সরোজ তালুকদার, জলসন ধর, উত্তম কুমার সুশীল, সঞ্জয় দত্ত, যুবরাজ মল্লিক, পলাশ দেব, মাহিম দে, রিপন দাশ, উত্তম কুমার চক্রবর্তী, সেন্টু দত্ত, রাজু দাশ, নয়ন আচার্য্য, শিবু আচার্য্য, ক্লিনটন দাশ প্রমুখ।
বক্তারা বলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সামাজিক আন্দোলনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গরীর, দুঃস্থ মানুষের পাশে থাকায় সংগঠনের মূল উদ্দেশ্য হওয়া দরকার। সামাজিক আন্দোলনের মূল উদ্দেশ্য হবে জনকল্যাণমুখী, সেবাই একজন সাংগঠনিক ব্যাক্তিত্বের মৌলিক দায়িত্ব। এই উদ্দেশ্যে নিয়ে তরুণ প্রজন্ম ও সমাজকর্মীকে এগিয়ে আসতে হবে। বাকলিয়া হিন্দু মহাজোটের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই।