
মোঃ আজিমুশ শানুল হক দস্তগীর::
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে পেশাগত দায়িত্ব পালনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন বিজয় টিভির চন্দনাইশ-সাতকানিয়ার প্রতিনিধি সাংবাদিক মো.নাছির উদ্দিন।
তিনি করোনা ভাইরাস কোভিড১৯ শনাক্ত নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়ে সাতকানিয়া হাসপাতালে আইসোলিশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল ২২ মে জুমাবার দুপুরে নাছির উদ্দিনের পরিবারের সদস্যদের জন্য তার নিজ বাড়ি সাতকানিয়া নলুয়া এলাকায় চন্দনাইশ প্রেস ক্লাবের পক্ষ থেকে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী ও চন্দনাইশ উপজেলা আ.লীগের সভাপতি মো.জাহেদুল ইসলাম জাহাঙ্গীর এর সহযোগিতায় নগদ অর্থ ও উপহার-খাদ্য সামগ্রী পরিবার বর্গকে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.মো.দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মো.নুরুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.আজিমুশ শানুল হক দস্তগীর,নির্বাহী সদস্য মো.মাঈন উদ্দিন, মো.শহীদুল ইসলাম প্রমুখ।
প্রেসক্লাবের প্রত্যেকটা সদস্যের মধ্যে একটা ইউনিটি বজায় থাকলে একজন আরেকজনের দুর্যোগ মুহূর্তে এইভাবে এগিয়ে আসবে বলে চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন বিবৃতি দেন।