
মোঃ ফায়জুল হক দস্তগীরঃহাফেজ নগর দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র হযরত শাহ্ সুফি সৈয়দ আছাদুল হক (ক.) হাফেজ নগরী আল মাইজভাণ্ডারীর একনিষ্ঠ মুরিদান ও গাউছিয়া হক কমিটি দক্ষিণ চট্টগ্রামের সমন্বয়ক মোঃ আব্দুর রহমানের পিতা মোঃ আবুল বশর ফকির প্রকাশ (বশন ফকির) ১০০ অধিক বয়স নিয়ে এ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
গতকাল ১০/০৮/২০২০ইং তারিখে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যান, সে সাতবাড়ীয়া বহরম পাড়ার(নয়া পাড়ার)নিবাসী, হযরত শাহ্ সুফি সৈয়দ হাফেজ কারী মওলানা ফজলুর রহমান শাহ্’র মাজার উন্নয়ন কমিটির দীর্ঘ কাল সভাপতি ছিলেন।
আজ ১১/০৮/২০২০ইং আসরের নামাজের পর সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের হযরত শাহ্ সুফি সৈয়দ মুফতি মাওলানা মাবুদুল হক বাবাজানের মাজার প্রাঙ্গণে শতবর্ষি বশন ফকিরের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন হযরত শাহ্ সুফি সৈয়দ মওলানা মাহবুবুল আলম মা্দ্দা জিল্লুহুল আলী,
এই সময় উপস্থিত ছিলেন হযরত শাহ্ সুফি সৈয়দ ডাঃ শফিউল আনোয়ার মা্দ্দা জিল্লুহুল আলী হযরত শাহ্ সুফি সৈয়দ মওলানা মুফতি আশেকুর রহমান মা্দ্দা জিল্লুহুল আলী,, হযরত শাহ্ সুফি সৈয়দ মওলানা মুফতি বোরহান উদ্দিন মা্দ্দা জিল্লুহুল আলী,শাহজাদা সৈয়দ মওলানা ইরফানুল হক মেশকাত,(ম:) শাহজাদা সৈয়দ মওলানা তাকরিমুল হক তাকরিম(ম:) , গাউছিয়া হক কমিটির জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য এ সময় উপস্থিত ছিলেন।