
মো.আজিমুশ শানুল হক দস্তগীরঃ
শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে চন্দনাইশ উপজেলা সদরে উপশাখা উদ্বোধন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার ২৪ নভেম্বর চন্দনাইশ উপজেলা সদর পৌরসভা এলাকায় এ উপশাখা উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মাে . আলী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জেলার ইভিপি মো.কামাল উদ্দিন, চন্দনাইশ হাশিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, ফ্রেন্ডস ফুডের এম ডি জাহাঙ্গীর আলম, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আব্দুল মন্নান, চন্দনাইশ থানা সদর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.আবদুল আজিজ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চন্দনাইশ শাখার ম্যানেজার মো.সেলিম উদ্দিন, চন্দনাইশ উপ-শাখার ম্যানেজার মো.ফোরকান উদ্দিন ফারুকী, চন্দনাইশ পল্লী বিদুৎ সমিতির ডিজিএম আবু সুফিয়ান,উপজেলার পোষ্টমাষ্টার গোলাফুর রহমান, চন্দনাইশ কৃষি ব্যাংকের ম্যানেজার ফারুক চৌধুরী, এস আই নিমাই চন্দ্র দে, পৌর যুবলীগ আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, প্রমুখ। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়ােজন করা হয় ।