
মোঃ আজিমুশ শানুল হক দস্তগীরঃ চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, চন্দনাইশ বাসির অনেকদিনের স্বপ্ন বরকল ব্রিজ, সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। কোভিড-১৯ এর কারণে সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম প্রাথমিকভাবে কিছুটা স্থবিরতা দেখা দিলেও গত অর্থ বছরের বাজেট পাশের পর থেকে সারাদেশে উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পুরোদমে এগিয়ে চলছে। বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সড়ক, ব্রিজ, কালভার্ট, সেতু নির্মাণ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় চন্দনাইশ-আনোয়ারা উপজেলার মধ্যবর্তী চাঁনখালী খালের উপর ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই ব্রিজ। ফলে আনোয়ারা ও চন্দনাইশের জনগণের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি গড়ে উঠবে মৈত্রীয় সর্ম্পক।
গতকাল ৩০ নভেম্বর দুপুরে উপজেলার বরকল চাঁনখালী খালের উপর ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরকল ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রোকন উদ্দীন খালেদ চৌধুরী, উপ-সহকারী নাজিম উদ্দীন, চেয়ারম্যান যথাক্রমে হাবিবুর রহমান, আলমগীরুল ইসলাম চৌধুরী, আমিন আহমদ চৌধুরী রোকন, আ’লীগ নেতা এম. কায়সার উদ্দীন চৌধুরী, মাহাবুবুর রহমান চৌধুরী, শেখ টিপু চৌধুরী, মোজাম্মেল হক, নবাব আলী, ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দীন, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, মনির উদ্দীন প্রমুখ।