
শীতকে বলা হয় সিজন অব ফ্যাশন। আমাদের দেশের ফ্যাশন প্রিয় মানুষ অপেক্ষা করতে থাকে এই ঋতুর জন্য। লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর এ বছর এই উইন্টার কালেকশনে নিয়ে এসেছে ট্রেন্ডি আরবান কালেকশন। ওয়ার্ল্ড ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের ফ্যাশন প্রিয় মানুষের চাহিদাকে কেন্দ্র করে ডিজাইনগুলো করা হয়েছে।
এবারে উইন্টার কালেকশনে মেয়েদের জন্যে রয়েছে ট্রেন্ডি ফরমাল স্যুট, স্কার্ট স্যুট সেট, ফ্যাশন ব্লেজার, লং কোর্ট, বোম্বার ও লেদার জ্যাকেট। টুইল, কটন, বাবল শিফন এবং নিট কাপড়ে পোশাকগুলো তৈরি করা হয়েছে। ডিজাইনে ভিন্নতা আনতে করা হয়েছে পিউ লেদারের কাট অ্যান্ড সিউ ডিজাইন। উইন্টার ফ্যাশনে ছেলেদের সেইলরের ডিজাইনরা বিভিন্ন ধরনের আধুনিক প্যার্টানের হুডি, ট্র্যাকার জ্যাকেট, ভিনটেজ লেদার বাইকার জ্যাকেট দিয়ে সম্ভার সাজিয়েছে। হুডি এবং
পুলওভার, প্যাটার্নের ক্ষেত্রে – উইন্ডি পুলওভার, মাউন্টেইন হুডি, ভ্যানকুইশ জিপ-আপ ডিজাইন করা হয়েছে।
এছাড়াও সেইলরে ছেলেদের এবং বাচ্চাদের জন্য রয়েছে ট্রেন্ডি আরবান উইন্টার কালেকশন।
সেইলরের শীত সংগ্রহ সম্পর্কে বিশদ জানতে ভিজিট করা যেতে সেইলরের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।
বাংলা নিউজ