
চট্টগ্রামে দৈনিক কর্ণফূলী সম্পাদক আফসার উদ্দিন চৌধুরীকে নগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। রোববার ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আফসার উদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমীর। আফসার উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
আফসার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ করেছে নগর গোয়েন্দা পুলিশ।