
মোঃ রব্বানী বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধিঃ-খুলনার ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং বরুনা ও ছয়বাড়িয়া ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী বাবু তারক চন্দ্র মন্ডল গণসংযোগে এগিয়ে।
ডুমুরিয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ভোটের মাঠ,সকল ছোট বড় বাজার,চায়ের দোকান,পাড়া মহল্লায় এখন ভোটের আলোচনায় মুখরিত। কে হবে চেয়ারম্যান কেবা হবে মেম্বর? সবকিছু ঠিক থাকলে এবছরের মার্চমাস থেকে সারা দেশব্যাপী শুরু হবে ইউপি নির্বাচন। তারই ধারাবাহিকতায় ইউনিয়নের ৪নং বরুনা ছয়বাড়িয়া ওয়ার্ডে গণসংযোগ এগিয়ে তরুণ সমাজ সেবক বাবু তারক চন্দ্র মন্ডল । স্টার বাংলা টিভির সাথে একান্ত আলাপচারিতায় তিনি বলেন দেশে করোনাকালীন মুহূর্তে বিভিন্ন সময় জনগণের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছেন, সরকারের পাশাপাশি নিজ উদ্যোগে কর্মহীন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন খাবার, মাক্স বিতরণের পাশাপাশি সাধারণ মানুষকে করোনা মুক্ত থাকার জন্য দিয়েছেন দিকনির্দেশনা। জনগণের ভোটের রায় নিয়ে জনগণের পাশে থেকে কাজ করতে চান এই তরুণ সমাজ সেবক বাবু তারক চন্দ্র মন্ডল ।তিনি সকলের কাছে দোয়া আশীর্বাদ ও সমর্থন চেয়েছেন।